• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৬ দিনের যৌথ মহড়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমানবাহিনী

  অধিকার ডেস্ক

২৪ জুন ২০১৯, ১২:৫৫
বিমানবাহিনী
বাংলাদেশ বিমানবাহিনী (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ৬ দিনব্যাপী যৌথ অনুশীলন মহড়া লালমনিরহাটে শুরু হয়েছে।

রবিবার (২৩ জুন) বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম মহড়াটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে রংপুর ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ও পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

মহড়ায় গ্রুপ ক্যাপ্টেন আব্বাস আলীর নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনীর প্রায় ২৫০ ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমানবাহিনীর মিশন কমান্ডার মেজর খ্রিস্টোফার ফালমার নেতৃত্বে প্রায় ১০০ সদস্যসহ নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ডের ৬ জন চিকিৎসক অংশ নিয়েছেন।

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ মহড়ার মাধ্যমে ওই এলাকার অধিবাসীদের চিকিৎসা সেবা ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে দ্রুত ক্ষতিগ্রস্ত ভবন, বাড়িঘর নির্মাণে নানাবিধ সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাটের আশপাশের এলাকার প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। এছাড়া এলাকার ৫টি ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবন পুনর্নির্মাণ কার্যক্রমসহ স্যানিটারি সামগ্রী দেয়া হচ্ছে। আইএসপিআর।

ওডি/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড