• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংসদে অর্থমন্ত্রীর ওপর ক্ষোভ ঝাড়লেন মতিয়া

  অধিকার ডেস্ক    ২০ জুন ২০১৯, ২১:৪০

সংসদে মতিয়া চৌধুরী
ফাইল ফটো

এবারের বাজেটে (২০১৯-২০) পারিবারিক সঞ্চয়পত্রে উৎসে কর বৃদ্ধি করায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ওপর ক্ষোভ ঝেড়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

সাবেক কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্কিম হলো পারিবারিক সঞ্চয়পত্র, আপনি ওখানে হাত দিলেন কেন? আমি এটা সমর্থন করতে পারছি না।

বৃহস্পতিবার (২০ জুন) একাদশ জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, গত পাঁচ-ছয় বছর বলে বলে পারিবারিক সঞ্চয়পত্র ৯ শতাংশ করা হয়েছে। ৯ শতাংশ রাখলেন ঠিক, কিন্তু উৎসে কর করে ফেললেন ১০ শতাংশ, এটা ছিল ৫ শতাংশ। পারিবারিক সঞ্চয়পত্র তো প্রধানমন্ত্রীর স্কিম। এর ওপর নির্ভর করে গ্রামের বিধবা থেকে শুরু করে অসহায়, অস্বচ্ছল নারীরা।

তিনি বলেন, ব্যবসায়ীদের সুবিধা করে দিচ্ছেন, শিক্ষকদের বেতন দিচ্ছেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়াচ্ছেন, সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার সুযোগ দিচ্ছেন, বহু সেক্টরে সুবিধা বাড়ালেন। পারিবারিক সঞ্চয়পত্রের মালিকরাও তো বাজারের কাস্টমার। কেন সেখানে হাত দিতে গেলেন? এটি আমি বুঝতে অক্ষম।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড