• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন নারী উদ্যোক্তা তৈরির আহ্বান পলকের

  প্রযুক্তি ডেস্ক

১৮ জুন ২০১৯, ১৯:২১
জুনাইদ আহমেদ পলক
ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশে আরও নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরির আহ্বান জানিয়েছেন।

রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের স্টার্টআপ প্রকল্পের সভাকক্ষে মঙ্গলবার (১৮ জুন) উইমেন অ্যান্ড ই-কমার্সের উদ্যোগে ‘উইমেন ই-কমার্স নিশ্চিত করতে পারে সারা দেশের নারীর আর্থিক অংশগ্রহণ ও ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি বিভাগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি গঠন, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি প্রতিষ্ঠাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

শুধু তাই নয়, নারী পুরুষের সমান সুযোগ সৃষ্টি করতে লার্নিং-আর্নিং প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করা হচ্ছে বলে তিনি জানান।

পলক বলেন, ডিজিটাল বৈষম্য দূর করতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এজন্য দেশব্যাপী নারী উদ্যোক্তা তৈরি করতে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন- বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং সুমাইয়া টেকের স্বত্ত্বাধিকারী রিপা আরা জাহান।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড