• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব

  নিজস্ব প্রতিবেদক

১৭ জুন ২০১৯, ২০:২৪
প্রেস বিফ্রিং
নির্বাচন ভবনে পঞ্চম ধাপের উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে প্রেস বিফ্রিং

নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

সোমবার (১৭ জুন) নির্বাচন ভবনে পঞ্চম ধাপের উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে একথা জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনের সহিংসতা নিয়ে উদ্বেগের কিছু নেই। ইসি তার দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। কাজেই আশা করি ভোটার উপস্থিতি বাড়বে।

ইসি সচিব বলেন, সহিংসতার কারণে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছিল। কিন্তু তিনি হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর অন্য একটি উপজেলায় অনিয়মের প্রমাণ মেলায় স্থানীয় প্রশাসনকে বদলি করা হয়েছে।

পঞ্চম ধাপে ধাপে ১৬টি উপজেলায় ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও আগের স্থগিত হওয়া ৭টি উপজেলা যোগ হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৩টিতে। এর মধ্যে আবার তিনটি উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সব পদেই একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হচ্ছে না। ফলে ভোটগ্রহণ হবে ২০টি উপজেলায়।

ওডি/আরএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড