• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বস্তিতে বাস করছে সাড়ে ৬ লাখ মানুষ

  অধিকার ডেস্ক

১৬ জুন ২০১৯, ২১:৪৯
কড়াইল বস্তি
রাজধানীর কড়াইল বস্তি ( ছবি : সংগৃহীত )

রাজধানীর বস্তিতে সাড়ে ৬ লাখ মানুষ বসবাস করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বস্তির সংখ্যা রয়েছে আদাবর থানায়। সেখানে রয়েছে ৪৭২টি বস্তি। আর সবচেয়ে কম বস্তি রয়েছে মতিঝিল থানায় (৪টি)। এমন তথ্য দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

রবিবার (১৬ জুন) জাতীয় সংসদে হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত ‘বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা জরিপ’ ২০১৪ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট বস্তির সংখ্যা এক হাজার ৬৩৯টি। মোট খানা এক লাখ ৩৫ হাজার ৩৪০টি এবং এসব বস্তিতে মোট চার লাখ ৯৯ হাজার ১৯ জন মানুষ বসবাস করেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক হাজার ৭৫৫টিতে মোট খানার সংখ্যা ৪০ হাজার ৫৯১টি এবং জনসংখ্যা এক লাখ ৪৭ হাজার ৫৬ জন।

স্থানীয় সরকার মন্ত্রীর তথ্য অনুযায়ী, ঢাকার দুই সিটিতে মোট বস্তির সংখ্যা তিন হাজার ৩৯৪টি, যেখানে মোট ছয় লাখ ৪৬ হাজার ৭৫ জন মানুষ বাস করছে।

মন্ত্রী আরও বলেন, বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। উত্তর সিটির বস্তির দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ইউএনডিপি ও ইউকেএআইডি -এর আর্থিক সহায়তায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড