• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওসি মোয়াজ্জেমকে নিয়ে যা বললেন নুসরাতের মা 

  সারাদেশ ডেস্ক

১৬ জুন ২০১৯, ২০:০০
ওসি মোয়াজ্জেম
ওসি মোয়াজ্জেম ও নুসরাতের মা

ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতারে নুসরাতের পরিবারসহ ফেনীতে স্বস্তি বিরাজ করছে। ওসি মোয়াজ্জেমকে গ্রেফতারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুসরাতের মা শিরিন আক্তার বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনিও স্বজন হারানোর ব্যথা বোঝেন। নুসরাতকে হারিয়ে আমি যে অসহনীয় কষ্ট ও দুঃখের মধ্য দিয়ে যাচ্ছি, আজকে নুসরাত হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতারের মধ্য দিয়ে কিছুটা হলেও সেই কষ্ট ভোলার চেষ্টা করতে পারব।’

তিনি আরও বলেন, ‘(ওসি) মোয়াজ্জেম হোসেন যতটুকু অপরাধ করেছেন, তার সে পরিমাণ শাস্তি হোক। নুসরাতের ভিডিও ধারণ ও বিভিন্ন মাধ্যমে প্রচারসহ নানা অপপ্রচারের সঙ্গে আরও কেউ যদি জড়িত থাকে তাদেরও আইনের আওতায় এনে দ্রুত মামলার বিচার করা হোক।’

রবিবার (১৬ জুন) রাজধানীর শাহবাগ থেকে নুসরাত হত্যাকাণ্ডে ডিজিটাল নিরাপত্তা আইনের পরোয়ানাভুক্ত আসামি ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত ২৯ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওসি মোয়াজ্জেম হোসেনের পক্ষে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আগাম জামিনের আবেদন করা হয়। ১১ জুন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানান, এ আবেদনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অবস্থান নেবে। নুসরাত হত্যাকাণ্ডে অভিযোগ প্রমাণিত হওয়ার পর গত ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড