• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেঁসেছে রাইড শেয়ারিং, বাড়ছে খরচ

  নিজস্ব প্রতিবেদক

১৪ জুন ২০১৯, ২২:৪৬
রাইড শেয়ারিং
ফাইল ফটো

ভ্যাটের খড়গ চেপেছে রাইড শেয়ারিংয়ের ওপরও। ঘোষিত বাজেটে রাইড শেয়ারিংয়ের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে এ সেবায় খরচ বাড়ছে।

এর আগে এ হার ছিল ৫ শতাংশ। পাশাপিাশি পাঠাও, উবারসহ রাইড শেয়ারিং সেবায় উৎসে কর ১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।

বর্তমানে বছরে প্রতিষ্ঠানগুলোর সেবার পরিমাণ ২৫ লাখ টাকা না ছাড়ালে ৩ শতাংশ হারে উৎসে কর দেওয়া লাগে। ২৫ লাখ টাকা ছাড়ালে করের পরিমাণ ৪ শতাংশ দাঁড়ায়।

তবে, নতুন অর্থবছরের বাজেটে প্রতিষ্ঠানগুলোর সেবার পরিমাণ ২৫ লাখ টাকার কম হলে ৪ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। আয় যদি ২৫ লাখ টাকা ছাড়ায় তবে উৎসে কর দিতে হবে ৫ শতাংশ।

বৃহস্পতিবার (১৪ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হোসেইন মোহাম্মদ ইলিয়াস বলেন, নতুন ভ্যাট আরোপ বাস্তবায়ন হলে রাইড শেয়ারিংয়ে মন্দ প্রভাব পড়বে। আমরা এখনো বড় আকারে শুরু করতে পারিনি। বড় পরিসরে নামতে পারলে ভ্যাট আরোপ যৌক্তিক হতো।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড