• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

'কালো টাকা যেন ইঁদুরে না খায়'

  অধিকার ডেস্ক    ১৪ জুন ২০১৯, ২০:৩২

শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কালো টাকা মেইনস্ট্রিম অর্থনীতিতে আনতে হবে। কালো টাকা যে কোথায় গুঁজেগেজে রেখেছে তার ঠিক নেই, কালো টাকা যেন ইঁদুরে না খায়।’

শুক্রবার (১৪ জুন) বিকালে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে তিনি এ কথা বলেন।

ওই সাংবাদিকের প্রশ্ন ছিল ‘কালো টাকা সাদা করার সুযোগ থাকায় সৎ মানুষেরা হতাশ হবেন কি না’

প্রধানমন্ত্রী বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সৎ মানুষেরা কখনো হতাশ হবে না। কারণ সৎ মানুষ কখনো হতাশ হয় না।’

শেখ হাসিনা বলেন, ‘আমাকেও অনেক সৎ মানুষের পরীক্ষা দিতে হয়েছে। আমিও কখনো হতাশ হইনি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশ থেকে যেন অর্থপাচার না হয় সে কারণে অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে। অনেকেই অপ্রদর্শিত অর্থ পাচার করতে চায়। এটি বন্ধ করার জন্যই বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। এটি আমরাই কেবল নই, এর আগের সব সরকার এ সুযোগ দিয়েছে। আমরাও এর আগে এই সুযোগ দিয়েছি। এখনো দিচ্ছি। মাঝে মাঝে সেই সুযোগ বন্ধও করেছি। তবে কালো টাকার স্তূপ যেন গড়ে না ওঠে, তাই এই টাকা প্রদর্শন করার সুযোগও করা হয়েছে।’

তিনি বলেন, ‘অপ্রদর্শিত টাকা যেন বিনিয়োগ করার সুযোগ থাকে, তাই দেশের বিভিন্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দিয়েছি। চাইলে সেখানে বিনিয়োগ করার সুযোগ থাকবে। তবে সেখানে বিনিয়োগ করতে চাইলেও সুনির্দিষ্ট হারে চার্জ বা সুদ দিতে হবে। এ সুনির্দিষ্ট হারের অতিরিক্ত চার্জ বা ফি জমা দিয়েই কালো টাকার মালিকেরা বিনিয়োগ করতে পারবেন। এ ধরনের বিনিয়োগ করলে তাকে আর প্রশ্ন করা হবে না। ভবিষ্যতে যেন এ বিষয়ে কোনো প্রশ্ন না করা হয়, সেই ব্যবস্থাও নেওয়া হবে।’

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড