• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অর্থমন্ত্রী অসুস্থ : সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক    ১৪ জুন ২০১৯, ০০:৪৬

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি : সংগৃহীত)

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার একশো ৯০ কোটি টাকা। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অসুস্থ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পরিবর্তে সাংবাদিকদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৪ জুন) বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বাজেট সংক্রান্ত নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে বিষয়টি জানানো হয়।

এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, শুক্রবার বিকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন। তবে বাজেট ঘোষণার পর প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘোষণার সময় মন্ত্রণালয়ের থেকে তখন জানানো হয়, বর্তমানে অর্থমন্ত্রী অসুস্থ থাকায় চলতি বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নিজেই প্রতিনিধিত্ব করবেন।

এতদিন জাতীয় সংসদে বাজেট উত্থাপনের পরদিন এর বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা ও সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার রেওয়াজ ছিল অর্থমন্ত্রীর। কিন্তু এবারই প্রথম স্বয়ং প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন।

এ দিকে গত বৃহস্পতিবার অসুস্থ অর্থমন্ত্রী মুস্তফা কামাল হাসপাতাল থেকে সরাসরি সংসদে উপস্থিত হয়ে নিজের প্রথম বাজেট উপস্থাপন করেন। যদিও বক্তৃতা শুরু করে বেশিদূর এগোতে পারেননি তিনি। যে কারণে তার অসম্পূর্ণ বক্তৃতা পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা দেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।

এর আগে একই দিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে গণমাধ্যমে নিশ্চিত করেছিলেন তারই বড় ভাই আবদুল হামিদ।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড