• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রবাসীদের জন্য ৩ হাজার কোটি টাকা

  নিজস্ব প্রতিবেদক

১৩ জুন ২০১৯, ১৭:৫১
বাজেট
ছবি : অধিকার

প্রবাসী আয় কম খরচে পাঠানো ও বৈধ পথে টাকা পাঠাতে আগ্রহী করতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে তিন হাজার ৬০ কোটি টাকা প্রণোদনার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল তিনটার একাদশ জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অসুস্থ থাকায় স্পিকারের অনুমতি নিয়ে বসে বসে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

এ বাজেট অনুযায়ী প্রবাসীরা ২ শতাংশ হারে প্রণোদনা পাবেন। অর্থমন্ত্রী আশা করেন, এতে হুন্ডি ব্যবসা কমবে ও বৈধ পথে প্রবাসী আয় দেশে আসার পরিমাণ বৃদ্ধি পাবে।

এ বাজেটে বাংলাদেশি প্রবাসী কর্মীদের বিমা সুবিধার আওতায় নিয়ে আসার কথা উল্লেখ করা হয়েছে।

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, বিমা সুবিধা না থাকায় সড়কসহ নানা দুর্ঘটনার কারণে প্রবাসী কর্মীদের পরিবার আর্থিক ক্ষতির মুখোমখি হন। আসন্ন অর্থবছর থেকেই তাদের বিমার আওতায় আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড