• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএসএমএমইউ ভিসির অফিস ভাঙচুরের পর পরীক্ষা স্থগিত

  নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০১৯, ১৫:৩৪
আন্দোলনরতরা
বিএসএমএমইউ ভিসির অফিসের সামনে আন্দোলনরতরা (ছবি : সংগৃহীত)

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগের মৌখিক পরীক্ষা।

পরীক্ষাটি বাতিল চেয়ে মঙ্গলবার (১১ জুন) সকালে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ সময় বাধা পেয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান তারা। এরই জেরে তারা ভিসির অফিসে ভাঙচুর চালান। এরপরই পরীক্ষাটি স্থগিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, মৌখিক পরীক্ষা স্থগিত হয়েছে। এ নিয়ে পরবর্তী সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

অফিস ভাঙচুরের পর ভিসির পদত্যাগের দাবিতে স্লোগান দেন আন্দোলনরতরা। পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএমএমইউয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত একজন বলেন, ভিসি ক্ষমতাসীন আওয়ামী লীগের নাম করে অবৈধভাবে চিকিৎসক নিয়োগ দিচ্ছেন। এখন অনিয়ম ঢাকতে পুলিশ দিয়ে হামলা চালাচ্ছেন।

আরেক শিক্ষার্থী বলেন, আমাদের যৌক্তিক আন্দোলনে আজ সহকারী চিকিৎসকরা একাত্বতা প্রকাশ করেছেন। তারাও পুলিশের হামলা শিকার হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, আমরা এ ভিসির পদত্যাগ চাই।

আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা দুইটার পর ভিসির অফিসের সামনে থেকে চলে যান। এসময় তারা বলতে থাকেন- এ পরীক্ষা স্থায়ীভাবে স্থগিত না হলে আন্দোলন চলবে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড