• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা-কক্সবাজার রুটে পর্যটন ট্রেন

  অধিকার ডেস্ক

২৫ মে ২০১৯, ২২:১৬

ঢাকা-কক্সবাজার রুটে সরকার দ্রুতগামী পর্যটন ট্রেন চালুর উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'সরকার দেশে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায়। দারিদ্র্য বিমোচনের পাশাপশি সকলের আধুনিক জীবন নিশ্চিত করতে চায়।'

শনিবার (২৫ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-পঞ্চগড় রুটে সেমি ননস্টপ ‘পঞ্চগড় এক্সপ্রেস’ নামক দ্রুতগামী ট্রেন উদ্বোধনকালে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'রেলের প্রতি দেশের মানুষের আগ্রহ বেড়েছে ও রেল নেটওয়ার্কের বিস্তৃতি ঘটেছে। এ কারণেই রেলের কারখানাগুলোকে আধুনিক করার উদ্যোগ নিতে হবে হবে।'

তিনি বলেন, 'পদ্মাসেতু দিয়ে রেললাইন বরিশাল পর্যন্ত সম্প্রসারণ করা হবে। বরিশাল থেকে পায়রা পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। এছাড়া পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেল লাইন স্থাপনের পরিকল্পনা গৃহীত হয়েছে।'

সরকার প্রধান বলেন, '২০০৯ সালে সরকার রেলওয়ে মন্ত্রণালয় গঠন করে। গত দশ বছরে ৩৪৬ কিলোমিটার নতুন রেলপথ নির্মিত হয়েছে। এছাড়া যমুনা সেতুর পাশাপাশি একটি রেলসেতু নির্মাণে পরিকল্পনা গৃহীত হয়েছে। নতুন রেল স্টেশন, নতুন ট্রেন চালু করা, সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন, বন্ধ রেল স্টেশন চালু করা এবং নতুন জনবল নিয়োগসহ বিভিন্ন উদ্যোগ রয়েছে।'

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়েতে নতুন জনবল নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একইসঙ্গে তাঁদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

সরকার রেলের প্রয়োজনীয় যন্ত্রাংশ উৎপাদনে দেশীয় কারখানাগুলোকেও উন্নত করতে চায় জানিয়ে শেখ হাসিনা বলেন, 'ভবিষতে যাতে রেল ওয়াগন থেকে শুরু করে সবকিছু আমরা তৈরী করতে পারি সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আর এই রেলের সঙ্গে সঙ্গে যেখানে যেখানে আমাদের সড়ক ক্রসিং থাকবে সেগুলোতে ফ্লাইওভার বা ওভারপাস করে দেওয়ার উদ্যোগও সরকার গ্রহণ করছে।’

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড় রেল স্টেশন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন বাংলাদেশ রেলওয়ের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডের ওপর অনুষ্ঠানে একটি ভিডিও ডকুমেন্টারী উপস্থাপন করেন। মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয় রাষ্ট্রদূত রীনা পি. সোয়েমার্নো এবং বাংলাদেশে নিযুক্ত এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড