• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কমলাপুরে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ

  নিজস্ব প্রতিবেদক

২৫ মে ২০১৯, ০৯:৪২
ট্রেনের অগ্রিম টিকিট
ফাইল ফটো

আসন্ন ঈদে রাজধানী থেকে গ্রামের বাড়ি ফেরার অগ্রিম টিকিট সংগ্রহ করতে কমলাপুর রেলস্টেশনে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ।

চতুর্থ দিনের মতো শনিবার (২৫ মে) দেওয়া হচ্ছে ৩ জুনের টিকিট। অন্য স্থানগুলোতে রেলের টিকিটের জন্য ভিড় বেড়েছে।

শনিবার সকাল আটটায় কমলাপুর রেলস্টেশনে দেখা যায় প্রচুর ভিড়। অনেকে মধ্যরাত থেকে টিকিট সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। ঢাকার ব্যস্ত মানুষ ঈদের আগের দিন গ্রামের বাড়ি ফেরা নিশ্চিত করতে চান। এ জন্য সকাল নয়টার দিকে কমলাপুর রেলস্টেশনের নির্ধারিত নয়টি কাউন্টারে একযোগে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

কমলাপুরে দেওয়া হবে ১২ ট্রেনের প্রায় ১৬ হাজারের বেশি টিকিট। ২৬ হাজার ৭০০ টিকিটের বাকিগুলো পাওয়া যাবে অনলাইনে।

রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, খুলনাগামী চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চাঁপাইনবাবগঞ্জগামী পদ্মা এক্সপ্রেস, লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, রংপুরগামী রংপুর এক্সপ্রেস, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস, নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এক্সপ্রেসে মোট আসন সংখ্যা ১১ হাজার ৬৯টি।

এদিকে কমলাপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও কালোবাজারি রোধ করতে রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আনসার, আর্মড পুলিশ ও র‌্যাবের সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। টিকিটপ্রত্যাশীদের লাইন ঠিক করতে হিমশিম খাচ্ছেন আনসার সদস্যরা।

কোথা থেকে কোন টিকিট পাবেন

কমলাপুরে উত্তরবঙ্গ ও সমগ্র পশ্চিমাঞ্চলের ১২টি ট্রেন, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ ও জামালপুর আন্তঃনগর ট্রেন, বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, বনানী স্টেশন থেকে নেত্রকোণাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেন এবং ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড