• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

'বালিশ দুর্নীতি' নিয়ে টিআইবির উদ্বেগ

  অধিকার ডেস্ক

২২ মে ২০১৯, ২১:৫২
টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। (ছবি : সংগৃহীত)

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসিক ভবনের কেনাকাটায় অভূতপূর্ব অনিয়মের অভিযোগ ওঠায় টনক নড়েছে সরকারের বিভিন্ন পর্যায়ে। বালিশ ও কেটলি নিয়ে তৈরি হয়েছে নতুন এক গল্প।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আবাসিক ভবনের কেনাকাটায় অভূতপূর্ব অনিয়মের অভিযোগ ওঠায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বুধবার (২২ মে) এক বিবৃতিতে সংস্থাটি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ী লোকজনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এই প্রকল্পের সর্বাঙ্গীণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্প নিয়ে নানামুখী বিতর্ক থাকার পরও তা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প হিসেবে বাস্তবায়িত হচ্ছে। কিন্তু শুরুতেই ক্ষুদ্র একটি অংশে যে ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে, তাকে আমরা এই প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হিসেবে মনে করি। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি। সেখানে মাত্র ২৫ কোটি টাকা খরচের ক্ষেত্রেই যে ভয়াবহ অনিয়মের চিত্র দেখা যাচ্ছে, তাতে শঙ্কিত হতেই হয়।

দুর্নীতির অভিযোগ বাংলাদেশে এই প্রথম নয় এমন কথা জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলছেন, প্রকাশিত তথ্য অনুযায়ী যদিও অনিয়মের মাত্রা সাগরচুরিসম, এ ধরনের সরকারি প্রকল্পে সরকারি কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে দুর্নীতি এমন অনেক হয়েছে। তার পরও এই অনিয়মের দায় কোন মন্ত্রণালয়ের, সেই বিতর্কে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ জড়িয়েছেন। প্রকল্পসংশ্লিষ্ট কোনো

কোনো কর্মকর্তা আবার একে দুর্নীতি বলে মানতে নারাজ, এমন তথ্যও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন কথা জানিয়ে তিনি বলেন, আমরা আরও বেশি শঙ্কিত, কারণ দুর্নীতি দমন কমিশনও 'ধীরে চলো' নীতি ঘোষণা করেছে, প্রকল্পটি জাতীয় গুরুত্বপূর্ণ এবং বিভাগীয় তদন্ত চলছে এই যুক্তিতে। প্রকল্পটি জাতীয় গুরুত্বপূর্ণ এই কারণেই শুরুতেই সুষ্ঠু তদন্তের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সতর্কবার্তা প্রদান করতে হবে যেন ‘বালিশ-কেটলির’ উপাখ্যান পুরো প্রকল্পে সম্ভাব্য অনিয়মের 'হিমশৈলের চূড়া' হিসেবে প্রতীয়মান না হয়।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, শুরুতেই যে সতর্কবার্তা আমরা পাচ্ছি, তাতে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে সরকারের আরও দৃঢ় অবস্থান নেওয়া জরুরি। কারণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ঋণ দিচ্ছে রাশিয়া, এর বাস্তবায়নের দায়িত্বও তাদের হাতে। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়া বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর একটি এবং সে দেশের সরকার ও সরকারের যোগসাজশপুষ্ট প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতা ও জবাবদিহির ধার ধারে না। তাই এই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এখন থেকেই সর্বোচ্চ সচেষ্ট হতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড