• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রামের মানুষের উন্নত জীবনের লক্ষ্যে কাজ করছি : প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক

২১ মে ২০১৯, ১৯:৪০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গণভবনে ইফতার মাহফিলের মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি : পিআইডি)

বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রত্যন্ত গ্রামের মানুষও যেন উন্নত জীবন পায়, সে লক্ষ্যেই কাজ করছি।

মঙ্গলবার (২১ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেশের পেশাজীবীদের সঙ্গে ইফতার করার সময় তিনি এ কথা বলেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, চিকিৎসক, কৃষিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, ক্রীড়াবিদ ছাড়াও বিবিধ শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে তিনি বিভিন্ন পত্রিকার সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে খোঁজ-খবরও নেন প্রধানমন্ত্রী। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে গত রবিবার আলেম, ওলামা, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি, আত্মীয়-স্বজন ও পরিবার পরিজন নিয়ে ইফতার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড