• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সুসম্পর্ক অটুট থাকলে ভারতে যেতে ভিসা লাগবে না’

  অধিকার ডেস্ক

১৯ মে ২০১৯, ০৪:৫১
সঞ্জীব কুমার ভাটি ও তার স্ত্রীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে
সঞ্জীব কুমার ভাটি ও তার স্ত্রীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে (ছবি : সংগৃহীত)

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি বলেছেন, দুই দেশের মধ্যকার সুসম্পর্ক অটুট থাকলে ১০-১৫ বছর পর দুই দেশে যাতায়াতের ক্ষেত্রে ভিসা লাগবে না।

শনিবার (১৮ মে) দিনাজপুর প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি ও তার স্ত্রী সুনন্দা ভাটিকে সংবর্ধনা দিতে দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্জীব কুমার ভাটি বলেন, ‘গত বছর আমরা ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছি। এখন প্রতিদিন গড়ে আট হাজার ভিসা দেওয়া হয়। কাগজপত্র ঠিক থাকলে কেউ ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যায় পড়েন না। তবে বর্ডারের ইমিগ্রেশনে যাত্রীরা হয়রানির শিকার হন বলে কিছু অভিযোগ আছে বিষয়টি আমি দেখব।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, কংকন কর্মকার, সহসাধারণ সম্পাদক রতন সিং, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলালসহ আরও অনেকে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড