• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

  অধিকার ডেস্ক

১৬ মে ২০১৯, ১৬:৩৯
সালেম ওমরের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমর সালেম ওমরের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি : সংগৃহীত)

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৪তম ওআইসি সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বাদশাহর আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমর সালেম ওমর।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন জানান, সৌদি বাদশার আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুন মাসের শুরুতেই সৌদি আরবের মক্কায় ওআইসির ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

সৌদি বাদশাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন।

সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বর্তমানে দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড