• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মা সেতুর ১৩তম স্প্যান আজ বসবে না

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

১৬ মে ২০১৯, ১১:৫১
সেতু
পদ্মা সেতু (ছবি : সংগৃহীত)

পদ্মা সেতুর ১৩তম স্প্যান ১৬ মে বৃহস্পতিবার বসানোর কথা থাকলেও তার দিনক্ষণ পরিবর্তন হয়ে আগামী রবিবার ( ১৯ মে ) বসানো হবে। বুধবার (১৫ মে) প্রকল্পের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

১৫০ ফুট দৈর্ঘ্যের '৩-বি' নম্বরের স্প্যানটি মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর খুঁটির ওপর বসানো হবে। এ স্প্যানটি লাগানো হলে পদ্মা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হয়ে উঠবে ১৯৫০ মিটার।

পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলী সূত্র জানায়, ১৩তম স্প্যানটিকে মাওয়া প্রান্তের কুমারভোগ কনস্ট্রাকশনের স্টেক ইয়ার্ডে রাখা হয়েছে। রবিবার সকালে ৩৬শ টন ওজন ক্ষমতার শক্তিশালী ক্রেনবাহী ভাসমান জাহাজ 'তিয়ান-ই' স্প্যানটিকে খুঁটির কাছে নিয়ে যাবে। চলতি মাসের শেষদিকে জাজিরা প্রান্তে আরও একটি স্প্যান (১৪তম) বসানোর পরিকল্পনা রয়েছে। এর আগে গত ৬ মে মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝামাঝি স্থানে ২০ ও ২১ নম্বর খুঁটির ওপর বসানো হয়েছে ১২তম স্প্যান।

প্রকৌশলীরা জানিয়েছেন, ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে। এরপরই মাথা তুলবে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতু।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড