• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বউ পেটানো দেলোয়ারকে ঢাকায় পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  অধিকার ডেস্ক

১০ মে ২০১৯, ২২:০৩
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস (ফাইল ফটো)

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের অফিস সহকারী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগের সত্যতা পেয়েছে যুক্তরাষ্ট্র। এ অভিযোগে দেলোয়ারকে রবিবারের (১২ মে) মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ বলেন, দেলোয়ার হোসেনকে ১২ মের মধ্যে বাংলাদেশে ফিরতে বলেছে যুক্তরাষ্ট্র সরকার। সঙ্গে তার স্ত্রীকেও ঢাকায় ফিরতে হবে। দুই বছর আগে দেলোয়ার ওয়াশিংটনে দূতাবাসে যোগ দেন। এর আগে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে ঢাকায় পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসে ছিলেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। দেলোয়ার প্রায়ই মারধর করেন বলে স্ত্রী ওয়াশিংটন পুলিশকে জানান। পুলিশ অভিযোগের সত্যতা পেয়েছে। এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসও তদন্ত কমিটি গঠন করে। তারা ঘটনার সত্যতা পেয়েছে। পরে স্বামী-স্ত্রী নিজেদের রক্ষার জন্য বিরোধ মিটে গেছে বলে মুচলেকা দেন। কিন্তু দেশটির সরকার তাদের রাখবে না বলে জানিয়ে দেয়। এখন যুক্তরাষ্ট্র ত্যাগ ব্যতীত তাদের হাতে কোনো সুযোগ নেই।

ওডি /এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড