• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও আসছে তীব্র গরম

  অধিকার ডেস্ক

০৫ মে ২০১৯, ১৩:১৬
তীব্র গরম
তীব্র গরম (ছবি : সংগৃহীত)

কয়েকদিনের তীব্র দাবদাহের পরে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নামা বৃষ্টিতে নেমে এসেছিল স্বস্তি। ফণীর কারণে হওয়া বৃষ্টিতে তাপমাত্রা কমে গিয়েছিল অনেকটা। কিন্তু ঘূর্ণিঝড় ফণী দেশে ছাড়ার পর আবারও বাড়তে শুরু করেছে গরমের তীব্রতা।

মে মাস জুড়েই এই মৃদু তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এমনকি কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৫ মে) আবহাওয়াবিদ হাফিজুর রহমান এমন তথ্য জানিয়ে বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঢাকাসহ সারাদেশেই তাপমাত্রা কম ছিল। তবে ঘূর্ণিঝড় শেষ হওয়ায় তাপমাত্রা আগে যেমন ছিল ঠিক তেমনই হয়ে আসবে। পাশাপাশি আরও বাড়তেও পারে। তবে মাঝে মাঝে বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। আবার বৃষ্টি শেষে তাপমাত্রা বাড়বে।

হাফিজুর রহমান বলেন, তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ বলা হয়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস উঠলে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে এটিকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

তিনি আরও বলেন, এখন উত্তরাঞ্চলে যে ধরনের তাপপ্রবাহ চলছে, তা রাজধানী ঢাকাতেও ছড়িয়ে পড়তে পারে। এ সময় বৃষ্টি কম হয়, তাপমাত্রা বেশি থাকে। এ সময় তাপমাত্রার সঙ্গে প্রচুর জলীয় বাষ্প থাকে। সে কারণে গরম বেশি অনুভূত হয়।

আজ রোববার বেলা ১২টা ২৩ মিনিট পর্যন্ত ঢাকায় ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে সর্বোচ্চ ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, সিলেট সর্বোচ্চ ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সীতাকুণ্ড সর্বোচ্চ ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজার সর্বোচ্চ ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী সর্বোচ্চ ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, খুলনা সর্বোচ্চ ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস ও বরিশাল সর্বোচ্চ ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ২-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা বাড়তে পারে ১-৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির এই ধারা পরবর্তী তিন দিন অব্যাহত থাকবে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড