• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইন্দোনেশিয়ার গণমাধ্যমে ‘পেন্সিলে আঁকা’ খালেদার কারা জীবন

  অধিকার ডেস্ক    ২৬ এপ্রিল ২০১৯, ০৩:৪৬

খালেদা জিয়ার বন্দি জীবন
ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বন্দি জীবন। (ছবিসূত্র : বেনার নিউজ)

বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান জেল জীবন নিয়ে পেন্সিলে আঁকা বেশকিছু ছবি (স্কেচিং) প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার জনপ্রিয় সংবাদমাধ্যম ‘বেনার নিউজ’। ‘রিবেল পিপার’ নামে ছদ্ম নামধারী এক কার্টুনিস্টের আঁকা সেই ছবিগুলো গত বুধবার (২৪ এপ্রিল) প্রকাশ করে পত্রিকাটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার রাজনৈতিক কার্টুনিস্ট ওয়াং লিমিং ‘রিবেল পিপার’ ছদ্ম নাম নিয়ে সেই কার্টুনগুলো আঁকেন। যেখানে বিএনপি নেত্রীর এই দুর্বিষহ জীবনের ছবি আঁকতে তাকে নানা ধরনের তথ্য দিয়ে সহায়তা করেছেন পত্রিকাটির ঢাকা প্রতিনিধি কামরান রেজা চৌধুরী।

এবার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতৃবৃন্দের বর্ণনা অনুযায়ী বেনার নিউজ বিএনপি নেত্রীর এই কারা জীবন দৃশ্যমান করার চেষ্টা করেছে। এমনটাই ছবিগুলোর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে।

সেখানে লেখা আছে, ‘বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। দুর্নীতির মামলায় ১ বছরের বেশি সময় ধরে কারাবন্দি। যদিও এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দাবি করে আসছেন তিনি। কারাগারে খালেদা জিয়ার কক্ষে যাবার অনুমতি কারো নেই। খালেদা জিয়াকে রাখা হয়েছে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে।’

‘২০১৬ সালে সকল বন্দিকে স্থানান্তরের পর ২২৮ বছরের পুরনো এই কারাগারে খালেদা জিয়াই একমাত্র বন্দী। পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের দোতলায় খালেদা জিয়ার কক্ষ। খালেদা জিয়ার ঘরটি দৈর্ঘ্যে ১০ ও প্রস্থে ৮ ফুট। ঘরে খালেদা জিয়ার জন্য একটি টেলিভিশনও রয়েছে, যেটিতে তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখতে পারেন।’

তাছাড়া খালেদা জিয়ার বিছানাটি দৈর্ঘ্যে ছয় ও প্রস্থে ছয় ফুট। ঘরটিতে চেয়ার, টেবিলসহ ব্যক্তিগত ব্যবহার্য অন্যান্য জিনিসপত্র রয়েছে বলে বেনার নিউজকে কারা কর্মকর্তারা জানিয়েছেন।

'বেনার নিউজে'র প্রকাশিত ছবিগুলো নিচে দেওয়া হলো :-

খালেদার কারা জীবন

ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগার। (ছবিসূত্র : বেনার নিউজ)

খালেদার কারা জীবন

কারা প্রাঙ্গণে সেবিকার সহযোগিতায় হাঁটছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। (ছবিসূত্র : বেনার নিউজ)

খালেদার কারা জীবন

কারাগারে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বন্দি জীবন। (ছবিসূত্র : বেনার নিউজ)

খালেদার কারা জীবন

কারাগারের নিজ কক্ষে বসে আছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। (ছবিসূত্র : বেনার নিউজ)

খালেদার কারা জীবন

কারাগারে ইঁদুর বিড়ালের মাঝখানেই থাকতে হয় খালেদা জিয়াকে। (ছবিসূত্র : বেনার নিউজ)

খালেদার কারা জীবন

মামলার হাজিরা দিতে আদালত প্রাঙ্গণে বিএনপি নেত্রী খালেদা জিয়া। (ছবিসূত্র : বেনার নিউজ)

খালেদার কারা জীবন

আদালতে বিচারকের সামনে কাঠগড়ায় খালেদা জিয়া। (ছবিসূত্র : বেনার নিউজ)

খালেদার কারা জীবন

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে বিএনপি নেত্রী খালেদা জিয়া। (ছবিসূত্র : বেনার নিউজ)

খালেদার কারা জীবন

ব্যাপক নিরাপত্তায় কারাগারে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বন্দি জীবন। (ছবিসূত্র : বেনার নিউজ)

এ দিকে গত বছরের ১৭ জুন জেলখানায় খালেদা জিয়ার কক্ষের পরিবেশ প্রসঙ্গে ঢাকার বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘ঢাকা সেন্ট্রাল জেল সত্যিকার অর্থে জঘন্য। খালেদা জিয়ার ঘরে বড় বড় ইঁদুর। আপনারা শুনলে অবাক হবেন, তার ঘরে এক রাতে বিড়াল বড় ইঁদুর ধরেছে। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েছেন।’

যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, একজন সুবিধাপ্রাপ্ত কয়েদি হিসেবে জেলখানায় খালেদা জিয়ার ঘরটি বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। সব সময় জেল কর্তৃপক্ষ তার যথেষ্ট খেয়াল রাখেন।

‘আদালতে হাজিরা না থাকলে খালেদা জিয়া সাধারণত দুপুর পৌনে দুইটা থেকে দুইটার মধ্যে ঘুম থেকে ওঠেন। তখন তিনি সাধারণত স্যুপ পান করেন।’

আরও পড়ুন :- বাড়ি-বাড়ি হামলা চালাচ্ছে লঙ্কানরা, পালাচ্ছে শতশত মুসলিম

অপরদিকে কারা কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়া ফল এবং জুস ভীষণ পছন্দ করেন। তিনি নিজের পছন্দের একটি পত্রিকা পান। যে কারণে তিনি প্রতিদিন 'দৈনিক যুগান্তর' পড়েন বলেও জানান কারাগারে দায়িত্বরত কর্মকর্তারা।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড