• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাঙ্ক্ষিত মান অনুযায়ী এমপিওভূক্তি হবে : শিক্ষামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল ২০১৯, ২১:৩৪
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ছবি : সংগৃহীত)

কাঙ্ক্ষিত মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভূক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরনের সিদ্ধান্ত প্রস্তাবের প্রেক্ষিতে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, 'দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভূক্ত করার লক্ষ্যে এমপিও নীতিমালা-২০১৮ প্রণয়ন করেছে সরকার। এই নীতিমালার ভিত্তিতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে অনলাইনে এমপিওভূক্তির আবেদন আহ্বান করা হয়। সেখানে শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার রেজাল্টসহ কিছু নীতিমালা উল্লেখ করা হয়।'

সারাদেশ থেকে সাড়ে ৯ হাজার আবেদন পাওয়া গেছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, 'এরমধ্যে আড়াই হাজারেরও কিছু বেশি প্রতিষ্ঠান এমপিওভূক্তির যোগ্যতা অর্জন করে। প্রাথমিকভাবে মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে এমপিওভূক্ত করা হবে। পর্যায়ক্রমে কাঙ্খিত মানসম্পন্ন সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করা হবে।'

ওডি/আরএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড