• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চার লাখ দরিদ্র বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দিয়েছে সরকার : আইনমন্ত্রী

  অধিকার ডেস্ক    ২৫ এপ্রিল ২০১৯, ২১:০০

আইনমন্ত্রী আনিসুল হক
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক (ছবি : সংগৃহীত)

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিগত ১০ বছরে তিন লাখ ৯৩ হাজার ৭৯০ জন দরিদ্র বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দিয়েছে সরকার। আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থদের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে আইন মন্ত্রনালয় এই সহায়তা প্রদান করেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ২০১৯ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ২৮ এপ্রিল সপ্তমবারের মতো এ দিবস পালন করা হবে। এবারে এ দিবসের প্রতিপাদ্য হলো ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনা মূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান।’

আইনমন্ত্রী বলেন, খুশির খবর হলো ৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনায় যেখানে ২০২০ সালে ৩৭ হাজার বিচারপ্রার্থীকে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে কেবল ২০১৭-২০১৮ অর্থ বছরেই ৮২ হাজার বিচারপ্রার্থীকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরে ৯০ হাজার বিচারপ্রার্থীকে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

আনিসুল হক বলেন, লিগ্যাল এইড কার্যক্রমকে গতিশীল ও সেবাবান্ধব করার লক্ষ্যে ঢাকায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (এনএলএএসও) প্রধান কার্যালয় স্থাপন করে এর অধীনে দেশের ৬৪টি জেলা সদরে জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। বর্তমানে এসব অফিসে একজন করে সিনিয়র সহকারী জজ অথবা সহকারী জজকে পূর্ণকালীণ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

মন্ত্রী বলেন, ২০১৫ সালে সুপ্রিম কোর্টে লিগ্যাল এইড অফিস স্থাপন করে সেখানে লিগ্যাল এইড কার্যক্রম চালু করা হয়েছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শ্রমিকদের আইনগত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রাম শ্রম আদালতে শ্রমিক আইন সহায়তা সেল চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল শ্রম আদালতে এই সেল চালু করা হবে।

ওডি/আরএডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড