• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাল বাদ আছর জায়ানের দাফন

  অধিকার ডেস্ক    ২২ এপ্রিল ২০১৯, ১৯:৫৭

জায়ান চৌধুরী
শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (ছবি : সংগৃহীত)

শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর বারোটা নাগাদ ঢাকায় পৌঁছাবে। এ দিন বাদ আছর জায়ানের জানাজা শেষে তার মরদেহ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন শেখ সেলিমের ব্যক্তিগত সহকারী ইমরুল হক।

ইমরুল হক আরও জানান, জায়ানের মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে দাফনের জন্য বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে।

এ দিকে, একটি বেসরকারি চ্যানেলকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সকাল ৭টা ৪৫ মিনিটে জায়ানের মৃতদেহ বহনকারী একটি ফ্লাইট শ্রীলঙ্কা থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

উল্লেখ্য, রবিবার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জায়ান চৌধুরী নিহত হয়। আট বছর বয়সী জায়ান রাজধানীর সানবিম স্কুলের ছাত্র ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড