• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীলঙ্কায় হামলা :  শেখ সেলিমের নাতি নিহত

  অধিকার ডেস্ক    ২১ এপ্রিল ২০১৯, ২৩:৪৯

শেখ সেলিম
শেখ সেলিমের পরিবারের সদস্য (ছবি : সংগৃহীত)

শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত এবং জামাতা মশিউল হক চৌধুরী আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কাস্থ বাংলাদেশ হাইকমিশন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই সাংসদ শেখ সেলিম। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় গেছেন বেড়াতে। তারা উঠেছিলেন কলম্বোর পাঁচ তারকা একটি হোটেলে।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে রবিবার (২১ এপ্রিল) সকাল ৮টা ৪৫ এ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে তিনটি গির্জা ও কয়েকটি হোটেলে বোমা হামলার ঘটনা ঘটে। ওই সময় হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান চৌধুরী। ওই সময় শেখ সোনিয়া ছোট ছেলে জোহানকে নিয়ে হোটেলের কক্ষে ছিলেন। বোমা হামলায় পর মশিউল হক চৌধুরী আহত হন এবং জায়ানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতালে তার মৃতদেহ পাওয়া যায়।

ওডি/আরএডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড