• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পবিত্র ‘জুমাতুল বিদা’ আজ

  অধিকার ডেস্ক    ১৫ জুন ২০১৮, ১০:০৮

আজ শুক্রবার (১৫ জুন) পবিত্র জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালিত হয়। আল্লাহর মুমিন বান্দারা ইবাদত বন্দেগি ও জিকির-আজকারের মাধ্যমে দিনটি পালন করেন। এ দিন জুমা শেষে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

হজরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। এরই ধারাবাহিকতায় তার উম্মতরা এ দিনে জুমার পর নফল নামাজ আদায় ও বিশেষ দোয়া মোনাজাত করেন।

অপরদিকে, মুসলিম বিশ্বে দিনটিকে 'বায়তুল মুকাদ্দেস' মসজিদুল আল-আকসা পুনরুদ্ধারের দাবিতে আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়। ইসরায়েলি আগ্রাসনে ১৯৬৮ সালে মুসলমানদের হাতছাড়া হয় মসজিদের আল আকসাখ্যাত মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দেস।

এরইমধ্যে প্রায় ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। প্রতি বছরের মতো এবারও জুমাতুল বিদা উপলক্ষে বায়তুল মোকাররমে অতিরিক্ত মুসল্লির নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এদিকে দীর্ঘ সিয়াম-সাধনার পর এখন ঈদের চাঁদ দেখার অপেক্ষা করছে মুমিন বান্দারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড