• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঐতিহ্যবাহী স্পটগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান রাষ্ট্রপতির

  অধিকার ডেস্ক    ১৯ এপ্রিল ২০১৯, ০৫:০২

রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। (ছবি : সংগৃহীত)

দেশের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রগুলোকে বিশ্বের দরবারে ভালোভাবে তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। তিনি বলেন, ‘আমাদের ঐতিহ্যসহ পর্যটনের আকর্ষণীয় স্থানগুলো চমৎকারভাবে তুলে ধরতে হবে।’

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নবম বাংলাদেশ ট্রাভেল ও ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০১৯ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

একইসঙ্গে রাষ্ট্রপতি দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং আকর্ষণীয় পর্যটন স্থানগুলোকে বিদেশিদের কাছে আরও ব্যাপক আকারে তুলে ধরতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়সহ সকল গণমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়েছেন।

ভিন দেশ থেকে আগত পর্যটকরা আমাদের অতিথি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন, ‘তারা যাতে নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ভ্রমণ করতে পারেন এবং বাঙ্গালি আতিথেয়তায় মুগ্ধ হন, তাও নিশ্চিত করতে হবে।’

দেশের পর্যটন খাতকে অপার সম্ভাবনাময় খাত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পর্যটনের অপার সম্ভাবনার কথা চিন্তা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই রাষ্ট্রীয়ভাবে পর্যটন শিল্পের প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেন। ১৯৭২ সালে গঠন করা হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, যা আজ বাংলাদেশের পর্যটন উন্নয়নের অগ্রপথিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতোই পর্যটন বিকাশে কাজ করে যাচ্ছেন।’

বিদেশী পর্যটক আগমন বৃদ্ধি প্রসঙ্গে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, ‘তাদের (বিদেশী পর্যটক) আগমন বৃদ্ধির লক্ষ্যে অন এরাইভল ভিসা প্রাপ্ত দেশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ভিসা প্রক্রিয়া সহজতর করাসহ মিশনগুলো দ্রুততম সময়ের মধ্যে ই-ভিসা প্রদান করছে।’

রাজধানীকে ২০১৯ সালের জন্য 'ঢাকা দি ওআইসি সিটি অব ট্যুরিজম' ঘোষণা করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘বিদেশী পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে আগ্রহী করে তুলতে এ ধরণের মেলা ইতিবাচক অবদান রাখবে। তাছাড়া উন্নত হবে বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক, বিকশিত হবে পর্যটন শিল্প এবং সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতি।’

এবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন বোর্ড, এফবিসিসিআই, পর্যটন পুলিশ, পিএটিএ বাংলাদেশ চেপ্টার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সহযোগিতায় ট্যুর অপারেশন এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) টানা তিনদিন ব্যাপী এই মেলার আয়োজন করে।

এবারের মেলায় বাংলাদেশসহ বিশ্বের অন্তত ১৪টি দেশের কর্মকর্তারা অংশ নিয়েছেন। অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে- মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, কম্বোডিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন :- সুজনের গণস্বাক্ষর অনুষ্ঠানে নুসরাতের ভাইয়ের আর্তনাদ

টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, বাংলাদেশ পর্যটন বোর্ডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস ও টোয়াব পরিচালক (ট্রেড এন্ড ফেয়ার) মো. তাসলিম আমিন শোভনসহ প্রমুখ।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড