• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৬ স্থানে

  অধিকার ডেস্ক    ১৮ এপ্রিল ২০১৯, ২০:৪১

রেলমন্ত্রী
কমলাপুর রেলস্টেশনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন (ছবি : সংগৃহীত)

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, এবার ঈদে গাজীপুরের জয়দেবপুরসহ রাজধানীর কমলাপুর, ফুলবাড়িয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (সম্ভাব্য), মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টার, বিমানবন্দর স্টেশন ও গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে ৫ম অংশীজন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

রেলমন্ত্রী জানান, আগামী ২৮ এপ্রিল থেকে চালু হচ্ছে রেলওয়ের টিকেট কেনাসহ সব সেবা সংবলিত একটি অ্যাপস। ওই অ্যাপসের মাধ্যমে ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

নুরুল ইসলাম আরও জানান, ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে। আর ঈদের পর ঢাকা-বেনাপোল রোডে আরেকটি নন স্টপেজ ট্রেন চালু করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে হুইলচেয়ারের জন্য কাউকে টাকা দিতে হবে না। রেল কর্তৃপক্ষ যাত্রীসেবা হিসেবে কুলিদের অর্থ নিশ্চিত করে।

ওডি/ আরএডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড