• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাঁচাবাজারে আগুন

স্বপ্ন পুড়ে ছাই

  অধিকার ডেস্ক    ১৮ এপ্রিল ২০১৯, ১৭:৪৭

আগুন
আগুনে পুড়ে গেছে সব দোকানের মালামাল (ছবি- সংগৃহীত)

আসন্ন শবে বরাত ও রমজান মাসকে সামনে রেখে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত করেন ব্যবসায়ীরা। বাজারে আগুন পুড়ে ছাই করেছে তাদের স্বপ্ন ও শেষ সম্বল।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে আগুন লেগে পুড়ে যায় মালিবাগ রেলগেট কাঁচাবাজারের প্রায় সব দোকানের মালামাল।

বাজারে দেখা যায়, এক চাপা কান্না নিয়ে পোড়া দোকানের সামনে দাঁড়িয়ে আছেন ব্যবসায়ীরা। হতাশয় মাথা নিচু করে বসে থাকেন অনেকে। কেউ দোকানের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন, কেউ পোড়া মালামাল নিয়ে বসে আছেন।

‘এ আগুন আমাদের জন্য অভিশাপ। সারা বছর একটা মাসে ভালো ব্যবসা হবে, সেই আশায় থাকি। এগুন আমাদের সব কেড়ে নিল।’ ঠিক এভাবেই অসহায় দৃষ্টিতে কথাগুলো বলছিলেন এ বাজারের এক মুদি দোকানী নাদের আলী। আগুনে তার তিনটি দোকান পুড়ে গেছে।

বাজারের পাশে সড়কে বসে আপন ভাইকে ধরে কাঁদছেন আরেক ব্যবসায়ী মালিক। তিনি জানান, কয়েক দিন আগেই দোকানে তিন লাখ টাকার মালামাল তুলেছিলেন। আগুনে সব পুরে ছাই হয়ে গেছে, বাদ যায়নি দোকানের সাটার, কাঠের তাক ও ক্যাশবাক্স।

প্রসঙ্গত, মালিবাগের কাঁচাবাজারে ভোর সাড়ে পাঁচটায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এ সময়ের মধ্যেই দোকানে থাকা মালামাল ও বাজারে কয়েকটি দোকানে থাকা ছাগল মুরগি পুড়ে মারা গেছে।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড