• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শবে বরাতের ছুটি ২২ এপ্রিল

  অধিকার ডেস্ক    ১৮ এপ্রিল ২০১৯, ১১:২৬

জনপ্রশাসন মন্ত্রণালয় পবিত্র শবে বরাতের সরকারি ছুটির তারিখ ২১ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল পুনর্নির্ধারণ করেছে।

সরকারের নির্বাহী আদেশে সরকারি ছুটি পুনর্নির্ধারণ করে বুধবার (১৭ এপ্রিল) এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

৭ এপ্রিল শাবান মাস শুরু ধরে ২১ এপ্রিল শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল ২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী। শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে।

এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় গত ৮ এপ্রিল। সেই হিসেবে এবার শবে বরাত পালিত হবে ২১ এপ্রিল দিবাগত রাতে। একদিন পিছিয়ে যাওয়ায় শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।

গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি সভা শেষে জানিয়েছিল, ওই দিন দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হবে।

ইতোমধ্যে আধা সরকারি-স্বায়ত্তশাসিত-বেসরকারি সংস্থাগুলো ২২ এপ্রিল শবে বরাতের ছুটি নির্ধারণ করে নোটিশ জারি করতে শুরু করেছে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড