• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর সঙ্গে রুবানা হকের সাক্ষাৎ

  অধিকার ডেস্ক    ০৮ এপ্রিল ২০১৯, ০২:১৩

শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রুবানা হক। (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ তৈরি পোষাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সম্মিলিত ফোরাম থেকে বিপুল ভোটে নবনির্বাচিত সভাপতি রুবানা হক রবিবার (৭ এপ্রিল) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বিজিএমইএর সম্মিলিত ফোরাম থেকে নির্বাচিত সভাপতি রুবানা হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা তৈরি পোষাক খাতের শীর্ষ সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে জয়লাভ করায় রুবানা হকের প্যানেলকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে দেশের তৈরি পোষাক শিল্পের উন্নয়ন এবং বিজিএমইএর চলমান সফলতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন, বলে প্রেস সচিব জানান।

এর আগে শনিবার মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক সম্মিলিত ফোরামের প্যানেল থেকে মোট ৩৫টি পদেই জয় লাভের মধ্যদিয়ে বিজিএমইএর প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন।

তিনি আগামী ২০ এপ্রিল সমিতির দায়িত্ব গ্রহণ করবেন।

ওডি/সাঁকো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড