• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

উন্নয়ন কাজে যেন আবাদি জমি ধ্বংস না হয় : প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক    ২৭ মার্চ ২০১৯, ১৬:৫১

শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি : সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যেকোনো অঞ্চলের উন্নয়ন কাজের জন্য আমাদের সতর্ক থাকতে হবে। যাতে উন্নয়ন কাজের সময় আবাদি জমি ধ্বংস হয়ে না যায়।

বুধবার (২৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় শেখ হাসিনা বলেন, উন্নয়ন কাজের জন্য আবাদি জমির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও সতর্ক থাকতে হবে। চাহিদা ও প্রয়োজন অনুযায়ী জেলা ও উপজেলার উন্নয়ন করা হবে। এ ক্ষেত্রে মাস্টারপ্লান তৈরির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তবে মাস্টারপ্লান তৈরি করার সময় পরিবেশকে বিবেচনায় রাখতে হবে। পরিবেশকে রক্ষা করেই আমাদেরকে মিল ও কারখানাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন।

এর আগে, পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচত চেয়ারম্যান মোহাম্মাদ আনোয়ার সাদাতকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড