• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  অধিকার ডেস্ক    ২২ মার্চ ২০১৯, ২০:৩৪

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। (ফাইল ছবি)

বাংলাদেশে জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্বের অন্য যেসব দেশে জঙ্গি হামলা হচ্ছে সেসব দেশও জঙ্গি দমন করতে পারবে বলে আমরা আশা করছি।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে একটি মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ। তবে সামগ্রিক ব্যবস্থার উন্নতির জন্য ইতোমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় ঢাকা শহরকে সড়ক দুর্ঘটনা, যানজট হ্রাস ও অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে 'সেফ সিটি' নামে একটি প্রকল্পের পরিকল্পনা চলছে বলে জানান তিনি।

মসজিদ নির্মাণের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, নয়াটোলা আমবাগানের এ জায়গাটি এক সময় পরিত্যক্ত অবস্থায় ছিল। ধর্মপ্রাণ মাননীয় প্রধানমন্ত্রী আমার আবেদনের প্রেক্ষিতে সাড়ে ৭ কাঠা আয়তনের এ জায়গাটিতে একটি মনোরম মসজিদ নির্মাণ করার জন্য মাত্র এক হাজার এক টাকার বিনিময়ে এলাকাবাসীকে দান করেন। এলাকার লোকজনের স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে।

শুক্রবার জুমার নামাজের আগে মগবাজারের নয়াটোলা এলাকায় ৬ তলা বিশিষ্ট বায়তুল হাসান (রা.) জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মগবাজার এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড