• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে ইসির সাময়িক নিষেধাজ্ঞা

  অধিকার ডেস্ক    ২২ মার্চ ২০১৯, ১৬:০১

রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প। (ছবি : সংগৃহীত)

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে আগামী ২৩ থেকে ২৫ মার্চ রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

ইসির উপসচিব আতিয়ার রহমান জানান, নির্দেশনা অনুযায়ী কোনো রোহিঙ্গা আগামী ২৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ২৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত ক্যাম্প বা ক্যাম্পের চৌহদ্দি থেকে বের হতে পারবে না।

তিনি জানান, রোহিঙ্গাদের ভোটের কাজে ব্যবহার এবং তাদের দ্বারা যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, এজন্য কমিশন এই ব্যবস্থা নিয়েছে। একই সময়ে এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে খাদ্য, ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

গত মঙ্গলবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে ইসি।

ইসির চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের যেন কেউ নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ব্যবহার করতে না পারে বা তারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। জননিরাপত্তা বিভাগে পাঠানো চিঠির অনুলিপি পররাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

আগামী ২৪ মার্চ কক্সবাজারের উখিয়া, টেকনাফসহ সারা দেশের শতাধিক উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড