• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পিকারের সঙ্গে দেখা করলেন আইএমএফ প্রতিনিধি

  অধিকার ডেস্ক

২১ মার্চ ২০১৯, ১৯:৪৪
শিরীন শারমিন চৌধুরী-র‌্যাগনার গুডমুন্ডসন
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আইএমএফ’র আবাসিক প্রতিনিধি র‌্যাগনার গুডমুন্ডসন দেখা করেছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সাক্ষাতের সময় আগামী ২৬-২৭ মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া মাইক্রো ইকোনোমিক পলিসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং সেমিনার ফর লেজিসলেটর ইন সাউথ এশিয়া নিয়ে আলোচনা করেন তারা।

সাক্ষাৎকালে আইএমএফ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান স্পিকার।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদের সরকারি হিসাব, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দক্ষতা বৃদ্ধিতে আইএমএফ এর কাজ করার সুযোগ রয়েছে। এ কমিটি কার্যক্রম শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজন করার জন্য আইএমএফ প্রতিনিধিকে অনুরোধ জানান স্পিকার।

আইএমএফ’র আবাসিক প্রতিনিধি র‌্যাগনার গুডমুন্ডসন দিল্লিতে দক্ষিণ এশিয়ার ৫টি দেশের এমপিদের নিয়ে আইএমএফ আয়োজিত সেমিনারের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং আইএমএফ এর কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড