• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভারতের হাইকমিশনার

  অধিকার ডেস্ক

২০ মার্চ ২০১৯, ২১:৫৭
বিদ্যুৎ প্রতিমন্ত্রী-ভারতের হাইকমিশনার
ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস সাক্ষাৎ করেছেন।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাতকালে ভারতের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দুই দেশ খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং সময়ের পরিক্রমায় দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হচ্ছে। এ সময় পাইপলাইন, গ্যাস সংযোগ, বিদ্যুৎ আমদানি, এলএনজি টার্মিনাল ইত্যাদি বিষয়সহ বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার সম্ভাব্য খাত নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।

সচিবালয়ে সাক্ষাতকালে ভারতের হাইকমিশনার জি-টু-জি বা অন্য প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর।

ভারতের বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও বিনিয়োগ করতে আগ্রহী বলে জানান রিভা গাঙ্গুলি দাস। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশের প্রচুর গ্যাস প্রয়োজন। বিদ্যুৎ আমদানিকেও সরকার ইতিবাচকভাবে দেখছে বলে জানান নসরুল হামিদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গৌরব গান্ধী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড