• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রাইস্টচার্চের মসজিদের মোয়াজ্জিন ছিলেন কুড়িগ্রামের ড. সামাদ

  কুড়িগ্রাম প্রতিনিধি

১৫ মার্চ ২০১৯, ১৯:০১
ড. আব্দুস সামাদ
নিহত ড. আব্দুস সামাদ (ছবি- সংগৃহীত)

নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের একজনের বাড়ি কুড়িগ্রামে। নিহত ড. আব্দুস সামাদের বাড়ি জেলার নাগেশ্বরী পৌরসভার মধুর হাইল্যা গ্রামে। এমন মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

জানা যায়, ২০১৩ সাল থেকে সপরিবারে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের এ্যাগলি পার্কে বসবাস করে আসছেন ড. সামাদ। তিনি দেশটির লিংকন ইউনিভার্সিটির শিক্ষক। একই সঙ্গে এছাড়া তিনি আল নূর মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।

ব্যক্তিগত জীবনে তিনি ৩ পুত্র সন্তানের জনক। তার স্ত্রীর নাম কিশোয়ারা বেগম। তারেক রহমান ও তানভীর হাসান নামে তার দুই ছেলে নিউজিল্যান্ডে বসবাস করে। এছাড়া বড় ছেলে তোহা মাহমুদ ঢাকায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ড. সামাদ পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয়। তার বড়ভাই আসাদ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। অন্য দুই ভাই গ্রামের বাড়িতে থকেন।

তার ছোট ভাই হাফেজ হাবিরুর রহমান জানান, এই হত্যাকাণ্ডে আমরা অত্যন্ত মর্মাহত। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার হোক। অবিলম্বে তার মরদেহ যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা বাজারে ইসলামী আন্দোলনের উদ্যোগে একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড