• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে

  অধিকার ডেস্ক    ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৪

চকবাজারে অগ্নিকাণ্ড
চকবাজারে অগ্নিকাণ্ড (ছবি: সম্পাদিত )

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওয়াহেদ ম্যানশনসহ বেশ কয়েকটি ভবনের সামনে পড়ে থাকা ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এ কাজ শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলের আশেপাশের সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন। প্রায় ১০ জন পরিচ্ছনতাকর্মী এসে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। সেখানে তিনটি ময়লাবাহী ট্রাক এসেছে। সেখানে উৎসুক জনতার ভিড়ও রয়েছে। তারা দেখতে এসেছেন, কিভাবে এ ঘটনা ঘটলো।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করেন। আমি সরকারের কাছ থেকে জানতে চাই তারা এসব সংকীর্ণ জায়গায় ব্যবসা করার লাইসেন্স দেন কেন? দিলও আবার তদারকি করে না কেন?’

তিনি আরও বলেন, ‘ওয়াহিদ ম্যানসনের এক দোকানের কিছুদিন আগে চীন থেকে পারফিউম ও অলিভওয়েল আনেন। প্রায় তিন কোটির টাকার মালপত্র গোডাউনে রাখেন। এ কারণেই আগুনের তীব্র আকার ধারণ করে। ফলে এত মানুষ প্রাণ হারিয়েছে।’

অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আরও কয়েকদিন ঘটনাস্থল ও আশেপাশে সার্চিং করবেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড