• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

'লাশ মর্গে রাখা আছে, এসে নিয়ে যান'

  অধিকার ডেস্ক    ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১২

এনামুল হোসেন কাজী
অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত এনামুল হোসেন কাজী (ছবি: দৈনিক অধিকার)

'আগুন লাগার খবর শুনে রাত থেকেই ফোন দিচ্ছিলেন চাচি। রাত ১টা পর্যন্ত ফোন বাজে। এরপর আর যোগাযোগ করা যাচ্ছিল না এনামুলের সাথে। আজ সকাল ১১টায় চাচি আবার ফোন দেয় তার নম্বরে। তখন একজন ফোন রিসিভ করে বলে, এনামুলের লাশ মর্গে রাখা আছে। আপনারা এসে নিয়ে যান।'

শোকে পাথর হয়ে কথাগুলো বলছিলেন এনামুলের চাচি। বুধবার দাঁতের ডাক্তার দেখাতে চকবাজার যান এনামুল। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন তিনি।

ছোট ভাইয়ের ছবি হাতে স্তব্ধ হয়ে বসে ছিলেন বড় ভাই আমির হোসেন।

পটুয়াখালির মির্জাগঞ্জের বাসিন্দা এনামুল হোসেন কাজী। ২ ভাই আর ২ বোনের আদরের ভাই সে। সিটি কলেজ থেকে বিবিএ শেষ করে এ বছর ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগে। টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ যোগাতেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত একটি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এনামুল। রূপালী ইনস্যুরেন্সে ইউনিট ম্যানেজার হিসেবে কাজ শুরু করেছিলেন।

এনামুলের লাশের প্যাকেট নম্বর ৬৪। তার লাশের সিরিয়াল ছিল ১২।

প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। রাত সাড়ে তিনটার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবার আগুনের তীব্রতা বেড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ১১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সরু গলি আর পানি স্বল্পতার কারণে আগুন নিভাতে বেগ পেতে হয়।

বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ৭০টি লাশ উদ্ধার হয়। এ ছাড়া দগ্ধ হয়েছেন অন্তত অর্ধ শতাধিকেরও বেশি মানুষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড