• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চকবাজারে আগুনের তথ্য জানতে হটলাইন চালু

  অধিকার ডেস্ক    ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৭

হটলাইন
অগ্নিকাণ্ডের ঘটনায় স্বজনদের তথ্য জানতে হটলাইন চালু

রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বজনদের তথ্য জানতে হটলাইন চালু করেছে চকবাজার থানা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

হটলাইন নম্বর ৯৫৫৬০১৪। এ নম্বরে কল করে নিখোঁজসহ স্বজনরা যেকোনো ধরনের তথ্য জানতে এবং জানাতে পারবেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও ১৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা।

প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। রাত সাড়ে তিনটার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবার আগুনের তীব্রতা বেড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ১১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সরু গলি আর পানি স্বল্পতার কারণে আগুন নিভাতে বেগ পেতে হয়।

বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ৭০টি লাশ উদ্ধার হয়। এ ছাড়া দগ্ধ হয়েছেন অন্তত অর্ধ শতাধিকেরও বেশি মানুষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড