• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

'ছেলের একটুখানি মাংস হইলেও আমারে আইনা দেন!'

  অধিকার ডেস্ক    ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১২

জরিনা
দুই ভাই আর ভাতিজাকে হারিয়ে বোন জরিনার বুকফাটা আর্তনাদ (ছবি: সংগৃহীত)

'ভাই এইটা আমার বাবা। আমার বাবা এইখানেই কোথাও আছে! আমার বাবা এত সহজে যাবে না কোথাও! আমার বাবা অনেক ভয় পায়। যে কোনও মূল্যে আমার বাবারে আমার কাছে আইনা দেন! একটু খানি মাংসও যদি পান আমার কাছে আইনা দেন! সবাই আমার বাবারে খুঁজতেছে! তোমার কিচ্ছু হবে না বাবা! ভাই, আমার বাবারে ডাকলে আসবে না?' কথাগুলো চিৎকার করে বলে বিলাপ করছিলেন সন্তানহারা এক মা।

দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার স্বপ্ন ছিল ছেলের- এসব কথা বলতে বলতে আশেপাশের মানুষের কাছে ছেলের ছবি দেখাচ্ছিলেন তিনি। ছেলে এই মৃত্যুপুরীতে অঙ্গার হয়ে গেছে এ কথা কিছুতেই মানতে পারছিলেন না মা।

এমন শোকের মাতম চলছে চকবাজার এলাকাসহ ঢাকা মেডিকেলে। বাতাসে শুধু লাশের গন্ধ। মর্গে শুধু লাশ আর লাশ।

লাশের সারিতে ছোট ভাইকে খুঁজে ফিরছেন বড় ভাই

একুশের প্রভাতফেরিতে লাশের মিছিল, বাড়ছে মৃতের সংখ্যা

একই ঘটনায় জরিনা হারিয়েছেন তার দুই ভাই আর ভাতিজাকে। দুই ভাই মোহাম্মদ আলী আর অপু রায়হান চার বছরের ছোট্ট ছেলেকে নিয়ে গিয়েছিল বাবা-মায়ের ওষুধ আনতে। সেখান থেকে ফিরে আসেনি আর কেউ। জরিনা শুধু বিলাপ করছিলেন আর বলছিলেন বাবা-মায়ের ওষুধ এখন কে এনে দেবে?

মোহাম্মদ আলীর চকবাজারে কসমেটিকসের একটি দোকান ছিল।

এমন বিলাপ শুধু জরিনা বা সন্তানহারা এক মায়ের নয়। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অন্তত ৮০ পরিবারে আজ এমন শোকের মাতম চলছে।

বুধবার রাত ১১টার দিকে চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর করা শুরু হয়েছে নিহতদের লাশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড