• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢামেকে স্বজনদের আহাজারি, হন্যে হয়ে ঘুরছেন নিখোঁজদের খোঁজে

  অধিকার ডেস্ক    ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৭

স্বজনদের আহাজারি
স্বজনরা হন্যে হয়ে ঘুরছেন নিখোঁজদের খোঁজে। (ছবি : সংগৃহীত)

ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের খোঁজে ঢাকা মেডিকেলসহ (ঢামেক) রাজধানীর হাসপাতালগুলোতে হন্যে হয়ে ঘুরছেন স্বজনেরা।

বুধবার (২০ ফেব্রুয়ারি) আগুনের সূত্রপাত ঘটা রাজ্জাক ভবনের সামনে তিন‌টি মোটরসাইকেলে ছিলেন ছয়জন। এদের মধ্যে চারজনের খোঁজ পাওয়া গেছে। তবে সিয়াম ও রোহা‌নের সন্ধান মেলেনি। নিখোঁজ একজনের বাবা মোহাম্মদ হো‌সেন ঢামে‌কে‌র সাম‌নে ডুকরে ডুকরে কাঁদ‌ছেন।

চকবাজার এলাকার বাসিন্দা মো. মাহিরকে খুঁজে পাচ্ছে না পরিবার। ভাইকে খুঁজতে মেডিকেল চষে বেড়াচ্ছেন বোন নূর এ আনহা। নিখোঁজ জহির উদ্দিনের খোঁজে ঢামেকে এসেছেন ভাগনে রিফাত নেওয়াজ। আগুনে জহিরের দোতলা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রিফাত জানান, মামার মুঠোফোন বাজলেও কেউ ধরছে না।

ভাবির খোঁজে এসেছেন গিয়াস উদ্দিন। মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর ভাবি নিখোঁজ রয়েছেন। চুরিহাট্টার ফা‌র্মে‌সি‌তে ওষুধ কিন‌তে গি‌য়ে‌ছি‌লেন তিনি। ভাই আবদুর রহিমকে খুঁজে পাচ্ছেন না ইসমাইল হোসেন। ইসমাইল জানান, খেলনার দোকানের মালিক আবদুর রহিম। আগুন লাগার সময় দোকান বন্ধ করে দেন তিনি।

ঢাকা মেডিকেলে ছেলের খোঁজে এসেছেন আমজাদ হো‌সেন। পুত্র এনামুল হককে খুঁজ‌ছেন স্টেশনারি দোকান ওয়া‌সিফ এন্টারপ্রাইজের মা‌লিক আমজাদ হোসেন। রায়হান নামের একজন জানান, বোন সোনিয়া, দুলাভাই মিঠুসহ ভাগনে শাহিদ সেই পথ দিয়ে রিকশায় যাচ্ছিলেন। তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আবদুল আজিজ জানান, ছেলে ইয়াছিন রনি নিখোঁজ আছে।

প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। রাত সাড়ে তিনটার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবার আগুনের তীব্রতা বেড়ে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি আছে অর্ধশতাধিক মানুষ। এদের মাঝে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৭০ জন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত। তবে গ্যাস সিলিন্ডার, ট্রান্সমিটার বিস্ফোরণ, নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তা তদন্ত করলেই জানা যাবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড