• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চকবাজারে আগুনের সূত্রপাত প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ থেকে

  অধিকার ডেস্ক    ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৩

চকবাজারে আগুন
চকবাজারে আগুনের সূত্রপাত প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ থেকে (ছবি: প্রেসফরম)

রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখান থেকে এখন পর্যন্ত উদ্ধারকৃত লাশের সংখ্যা অন্তত ৭০। তবে এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল জুলফিকার বলছেন, প্রতি ব্যাগে একাধিক লাশ থাকতে পারে।

আরও পড়ুন:

চকবাজারের আগুনে মৃত্যুর মিছিল, নিহতের সংখ্যা বেড়ে ৭০

'আরও অধিক প্রাণের বিনিময়ে এর মূল্য দিতে হবে'

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনালের আলী আহাম্মেদ খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।

তিনি বলেন, "জায়গার সংকীর্ণতা থাকার কারণে অনেক দূর ঘুরিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে আনতে হয়েছে। সেই সঙ্গে এটা একটা জনবহুল এলাকা তাই আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে বেশি।"

এছাড়া এখানে পানির অভাবও রয়েছে। এখন পুকুর থেকে পানি এনে কাজ চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তবে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন তিনি।

আগুনের সূত্রপাত নিয়ে স্থানীয় একজন বাসিন্দা জানান, চু‌ড়িহাট্টা বড় মস‌জি‌দের সাম‌নে থাকা প্রাই‌ভেটকা‌রের গ্যাস সি‌লিন্ডার বি‌স্ফোর‌ণের বিকট শ‌ব্দে বি‌স্ফোর‌ণে ভে‌বে‌ছি‌লাম বোমা ফে‌টে‌ছে। দৌ‌ড়ে এসে দে‌খি প্রাইভেটকা‌রে আগুন জ্বল‌ছে। মুহূর্তের ম‌ধ্যে আগুন পাশের হো‌টেল ও কে‌মিক্যালের গোডাউ‌নে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। শত শত মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে।

তি‌নি কমপ‌ক্ষে ১৫/২০ জন‌কে আহত অবস্থায় দেখ‌তে পান বলে জানান। ত‌বে অনেকে বল‌ছেন, ওয়া‌হিদ ম্যানস‌নের পা‌শের হো‌টেলের গ্যাস সি‌লিন্ডার বি‌স্ফোরণ থে‌কে আগুন লা‌গে।

প্রায় ১১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার পরেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। ভবনটির ছাদেও আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্ট্রেচারে করে ব্যাগ ভর্তি করে একের পর এক লাশ বের করে নিয়ে আসছেন। ঘটনায় ঠিক কতজন দগ্ধ হয়েছেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি। অর্ধশতাধিক দগ্ধ মানুষ ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি। এর মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড