• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাহজালাল বিমানবন্দরের হেল্পডেস্ক বাংলায় লেখার নির্দেশ 

  অধিকার ডেস্ক    ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৫

শাহজালাল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ছবি : সংগৃহীত)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত বিভিন্ন ডেস্কের সাইনবোর্ডে ইংরেজি লেখার পাশাপাশি বাংলা লেখার নির্দেশ দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবুধাবি থেকে ফেরার পর বিমানবন্দরের সব কাউন্টার, প্রবাসীকল্যাণ ডেস্ক ও ইমিগ্রেশন কাউন্টার পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী এ নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিমানবন্দরে স্থাপিত সব ডেস্কের সাইনবোর্ড বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখতে হবে। কোন ডেস্ক থেকে কী কী সেবা দেওয়া হয়, তাও উল্লেখ করতে হবে। একই সঙ্গে ইমিগ্রেশনে নারীদের জন্য ও ভিজিট ভিসায় গমনকারীদের জন্য আলাদা অপেক্ষমান লাইন করার পরামর্শ দেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান , অতিরিক্ত সচিব মিজানুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড