• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সমষ্টিগতভাবে রোহিঙ্গা সংকটের সমাধান চায় অস্ট্রিয়া

  অধিকার ডেস্ক    ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫২

পররাষ্ট্রমন্ত্রী
সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন নেইসি (ছবি : সংগৃহীত)

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন নেইসি বলেছেন, `ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হিসেবে তারাও এই সমস্যা সমাধানের জন্য একাধিকবার আহ্বান জানিয়েছেন এবং তারা এককভাবে নয়, বরং সমষ্টিগতভাবে এ সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবেন।‘

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি

কারিন নেইসি বলেন, ‘মিয়ানমারে বিভিন্ন দেশসহ অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। মিয়ানমারের আইনি ও সামাজিক কাঠামো তৈরি করার পাশাপাশি রোহিঙ্গার মতো অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য তাদের (বিদেশি বিনিয়োগকারী) একযোগে কাজ করা উচিত।’

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, অস্ট্রিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশের কনস্ট্রাকশন, মেডিসিন, দক্ষতা উন্নয়ন, শিক্ষা ইত্যাদি বিষয়ে কাজ করতে আগ্রহী।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশের প্রচুর বিনিয়োগ, প্রচুর প্রযুক্তি হস্তান্তরের প্রয়োজন আছে এবং অস্ট্রিয়া এ বিষয়ে বাংলাদেশকে অংশীদার হিসেবে সহায়তা করবে। তারা এখানে এসেছে আমাদের অংশীদার হতে এবং তারা দক্ষতা উন্নয়নের বিষয়ে সহযোগিতা করতে রাজি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড