• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

র‍্যাবের অভিযান

মসজিদ থেকে উদ্ধার হলো ভেজাল ওষুধ

  অধিকার ডেস্ক    ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৪

অভিযান
বামে অভিযান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি র‍্যাব, ডানে উদ্ধার হওয়া ওষুধ (ছবি- দৈনিক অধিকার)

অসৎ ফার্মেসি ব্যবসায়ীদের চালাকি এবার ধরা খেয়েছে র‍্যাবের হাতে। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদে ভেজাল ওষুধ লুকিয়ে রেখেও শেষ রক্ষা হয়নি। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও ভেজাল ওষুধ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলেজগেট জামে মসজিদ থেকে এসব ওষুধ উদ্ধার করে র‍্যাব-২।

অভিযান চলাকালে (ছবি- দৈনিক অধিকার)

অভিযান শেষে অভিযুক্ত হামিদা ফার্মেসির মালিক রফিকুল ইসলামকে এক বছরের জেল, দুই লাখ টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়। এসময় রয়েল মেডিকেল হল এবং নরসিংদী ফার্মা নামে দুটি ফার্মেসি থেকে ক্যানসারের নকল ওষুধ ও বিনামূল্যের সরকারি ওষুধ জব্দ করে র‍্যাব।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সংবাদ মাধ্যমকে বলেন, কলেজগেট এলাকায় অনেক দিন ধরে সরকারি হাসপাতালের ওষুধ বিক্রি ও ক্যানসার এবং টিটেনাসের ভেজাল ওষুধ রাখা হয়।

উদ্ধার করা ওষুধ সামনে রেখে সংবাদ মাধ্যমে কথা বলছেন র‍্যাবের ম্যাজিস্ট্রেট (ছবি- দৈনিক অধিকার)

তিনি আরও বলেন, রয়েল মেডিকেল নামের একটি ফার্মেসিতে বিনামূল্যের অনেক সরকারি ওষুধ পাওয়া যায়। নরসিংদী ফার্মা নামের অন্য এক ফার্মেসিতে ক্যানসারের নকল ওষুধ পাওয়া যায়। যে কারণে এই দুটি ফার্মেসিকে সিলগালা করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড