• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাক্তার-নার্সরা ডিউটি না করলে আইনি ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

  মানিকগঞ্জ প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২
স্বাস্থ্যমন্ত্রী
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ছবি : দৈনিক অধিকার)

সরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘যদি কেউ অন্যায় করে, ডিউটি পালন না করে, তাদের ছাড় দেয়ার সুযোগ নাই। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে মানিকগঞ্জ কর্নেল মালেক সরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা জনগণকে সেবা দেবে না আর আমরা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেব- এটা হবে না। এখন থেকে কর্মস্থলে না থাকাটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কাজেই যারাই দায়িত্ব অবহেলা করবেন, কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না স্বাস্থ্য মন্ত্রণালয়।’

জাহিদ মালেক বলেন, ‘শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লেগেছিল এবং খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় ডাক্তার, নার্স, ফায়ার সার্ভিস, পুলিশসহ আশেপাশের সকল নেতৃবৃন্দ কাজ করেছে। একটি রোগীও মারা যায়নি ও আহত হয়নি। আমি মনে করি এটা একটা অনেক বড় অর্জন। এখানেই দেখা গেছে জাতি ঐক্যবদ্ধ হলে যে কোন অসাধ্যকে কাজকে সাধ্য করতে পারে।’

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. এ কে এম আমিনুল ইসলাম, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমান এবং বায়ো কেমিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ব্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড