• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুয়া ফেসবুক আইডিধারীদের বিরুদ্ধে ব্যবস্থা : পররাষ্ট্রমন্ত্রী

  অধিকার ডেস্ক    ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৫

পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পররাষ্ট্রমন্ত্রীর নামে খোলা ভুয়া আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদের মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ সর্তকবার্তা প্রদান করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেসবুকে অনেকে আমার নামে ভুয়া পেজ ও আইডি খুলে ব্যবহার করছেন, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। এমন কর্মকাণ্ড আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’

তিনি আরও বলেন, ‘আমার নামের একটি ফেসবুক পেজ রয়েছে যা ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফাইড করেছে। এছাড়া আমার নিজের অন্য কোনো ফেসবুক পেজ নেই। আমার নামে তৈরি এসব ভুয়া পেজ ও আইডি ব্যবহারকারীরা নিজে থেকে তা বন্ধ না করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একডজনের বেশি আইডি ও পেজ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড