• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিজিটাল ব্যবস্থায় খাদ্যগুদাম নিয়ন্ত্রণ হবে : মন্ত্রী

  নওগাঁ প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৬
খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (ছবি- দৈনিক অধিকার)

দেশের প্রতিটি উপজেলায় খাদ্যগুদাম নির্মাণ করা হবে। একই সঙ্গে সেগুলোকে নিয়ন্ত্রণে ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে করে প্রধান দপ্তরে বসেই গুদাম নিয়ন্ত্রণ করা যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) নওগাঁয় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে দেশে খাদ্যের কোনো সমস্য বা ঘাটতি নেই। এখন আমরা পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছি।

সম্প্রতি প্যাকেটজাত দুধে নিষিদ্ধ কীটনাশক পাওয়ার ঘটনায় তিনি বলেন, এ ব্যাপারে সরকার সজাগ রয়েছে। এ সম্পর্কিত আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড