• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ 'শিশু ক্যানসার দিবস'

  অধিকার ডেস্ক    ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৯

শিশু ক্যানসার দিবস
আজ শিশু ক্যানসার দিবস

আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস আজ। বিশ্বব্যাপী প্রতিবছর ১৫ ফেব্রুয়ারি এ দিনটি পালিত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, প্রতিবছর তিন লাখেরও বেশি শিশুর ক্যানসারে আক্রান্ত হয়। বর্তমান বিশ্বে ক্যানসার রোগীদের মাঝে দশমিক ছয় ভাগ হচ্ছে শিশু। এর মধ্যে ৮০ ভাগ শিশুর ক্যানসার মুক্ত হওয়ার সুযোগ থাকে। আর নিম্ন আয়ের দেশগুলোতে ৯০ ভাগ ক্যানসার আক্রান্ত শিশু মৃত্যুবরণ করে।

বাংলাদেশে ২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ৬১ ভাগ লিউকোমিয়া আক্রান্ত শিশু চিকিৎসা নেয়। একই বছর এ হাসপাতালে ১১ ভাগ লিম্ফোমা আক্রান্ত শিশু ও দুই ভাগ কিডনি টিউমারে আক্রান্ত শিশু ভর্তি হয়।

দিবসটি উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ক্যানসার বিভাগ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোগের মাঝে রয়েছে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র‌্যালি, কলেজ চত্বরে থিম লিখে বেলুন উড়ানো, পাপেট শো, ম্যাজিক শো ইত্যাদি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড